Posts

Showing posts from May, 2025

রোগীর লোকদের উদ্দেশ্যে বলি-ব্লাড

Image
Facebook offcial group 👇 সূর্য তরুন ব্লাড ডোনার ক্লাব   এটাই বাস্তব  👉ব্লাড নেওয়ার আগে তো ৫০ বার ফোন করেছে..! 👉ব্লাড নেওয়ার পড়ে বাড়িতে ঠিক  মতো ডোনার বাসায় পৌচাইলো কি না.? ⏱️১মিনিট ফোন করে তো খবর নিতে পারেন  না..?   ডেলিভারির পরে সন্তান হওয়ার পরে ৫,,,১০  কেজি মিষ্টি বিতরণ করার মতো মানুষ পেলো..! ওই ৫,,১০ কেজি মিষ্টি খাওয়া লোকদের মাঝে  একজন ব্লাড দেওয়ার মানুষ পেল না..? 👉রোগীর লোকদের উদ্দেশ্যে বলি-ব্লাড  দেওয়ার পড়ে রক্তদাতাদের মূল্যহীন বানাবেন না ..! 🔰যথাসাধ্য মতো রক্তদাতাদের পজেটিভ রাখার চেস্টা করুন...| রক্ত দাতাদের মূলায়ন করুন,

মে মাসের রক্তদান কাজকর্ম এর হিসাব

Image
সূর্য তরুন ব্লাড ডোনার ক্লাব হাসিবে রোগী বাঁচিবে প্রান " সেচ্ছায় করি রক্তদান  সময়কাল: ০১ মে ২০২৫ থেকে ৩০ মে ২০২৫ গত এক মাসে আমাদের ক্লাবে মোট ৮৯টি ব্লাড রিকোয়েস্ট আসে, যার মধ্যে ৬৫টি রিকোয়েস্ট সফলভাবে ম্যানেজ করা সম্ভব হয়েছে। রক্তের এই অমূল্য চাহিদা পূরণে আমাদের স্বেচ্ছাসেবকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, যা সত্যিই প্রশংসনীয়। যদিও আমরা এখনো শতভাগ সফলতা অর্জনে পৌঁছাইনি, তবে প্রতিটি রিকোয়েস্ট ম্যানেজ করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি এবং করে যাচ্ছি। ইনশাআল্লাহ, ভবিষ্যতে আরও বেশি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আমরা এগিয়ে যাবো। এই কাজে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। রিপোর্ট প্রস্তুতকারী: মো: রিফাত সরকার সহ-সভাপতি সূর্য তরুন ব্লাড ডোনার ক্লাব