রোগীর আত্মীয় যিনি রোগীর পাশে আছেন, শুধুমাত্র উনার থেকে রক্তের রিকুয়েস্ট গ্রহন করা উচিত কেন❓
🟥 Facebook group link - সূর্য তরুন ব্লাড ডোনার ক্লাব রক্তের প্রয়োজনে সূর্য তরুন আপনার পাশে আছে 🔴রোগীর আত্মীয় যিনি রোগীর পাশে আছেন, শুধুমাত্র উনার থেকে রক্তের রিকুয়েস্ট গ্রহন করা উচিত কেন❓ 📌রোগীর পাশে যে আত্মীয় আছেন উনার থেকে রক্তের রিকুয়েস্ট গ্রহন করা উচিত। কারণ রোগীর পাশে যিনি আছেন, একমাত্র তিনিই সর্বশেষ আপডেট জানাতে পারেন। রোগীর সমস্যা বিস্তারিত তথ্য সঠিকভাবে ব্যাখ্যা করতে পারেন। 📌অন্য কারো কাছ থেকে রক্তের রিকুয়েস্ট নিলে সঠিক এবং সর্বশেষ তথ্য পাওয়া যায় না। ফলে আমরা রক্তদাতা ম্যানেজ করলাম এবং রক্তদাতা হাসপাতাল থেকে ফেরত আসলো। এতে রক্তদাতারা নিরুৎসাহিত হয়ে যায়। রক্তদাতা এবং ভলান্টিয়ারদের কষ্ট এবং হয়রানি হয়। 📌তাছাড়া, তৃতীয় কোনো পক্ষ থেকে রক্তের রিকুয়েস্ট নিয়ে রক্তদাতা ম্যানেজ করে দিবেন না, কারণ তৃতীয় পক্ষ রোগীর সাথে প্রতারণা করছে কিনা, আর্থিক লেনদেন করছে কিনা – সেটা আপনি হয়তো সহজে ধারণা করতে পারবেন না। তাই রোগীকে, রক্তদাতাকে প্রতারণা থেকে বাঁচাতে হলেও সরাসরি রোগীর আত্মীয় থেকে রক্তের রিকুয়েস্ট নিতে হবে। ⛳সচেতনতায়ঃ #সূর্য_তরুন_ব্লাড_ডোনার_ক্লাব